s alam cement
আক্রান্ত
৩৯১০৮
সুস্থ
৩৩৭৭২
মৃত্যু
৩৮৪

দুইশর ওপরেই থাকছে চট্টগ্রামের করোনা শনাক্ত, আরও ১ মৃত্যু

0

টানা পঞ্চম দিনের মতো চট্টগ্রামের করোনা শনাক্ত থাকলো দুইশর ওপরে। ২৪ ঘণ্টায় শনাক্ত ২০৮ জনের মধ্যে নগরেরই ১৭৪ জন। বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনা কেড়ে নিল আরও একজনের প্রাণ।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৮ হাজার ৫০০ জনে। এদের মধ্যে নগরে ৩০ হাজার ৫৩২ জন এবং ৭ হাজার ৯৬৮ জন উপজেলার। এর মধ্যে মারা গেছেন ৩৮৪ জন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৭২টি নমুনা পরীক্ষায় ২০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১৭৪ জন এবং উপজেলার ৩৩ জন।  চট্টগ্রামের উপজেলার একজন করোনা রোগী মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৬৩টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা পজিটিভ এসেছে ৩৪ জন।

নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এছাড়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতেও ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা হয়নি।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৪টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm