চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে দুটি বুথ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুথ দুটি হলো নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও এই সেবা পাবে।
বুধবার (২৮ জুলাই) বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের কারও করোনা উপসর্গ দেখা দিলে প্রক্টর অফিসে যোগাযোগ করে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে পারবে।
নমুনা দেওয়ার আগে প্রক্টর অফিসের নাম্বারে (০১৮৪০০০৮৬৩০) যোগাযোগ করে নাম, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ঠিকানা জমা দিতে হবে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে নমুনা পরীক্ষা শুরু হবে। করোনা নমুনা দেওয়ার সময় সরকারি ফি ছাড়া অন্য কোন ফি দিতে হবে না।
এমআইটি/সিপি