s alam cement
আক্রান্ত
৭৮৪৩৬
সুস্থ
৫৪৬১৮
মৃত্যু
৯৩২

নিজের আইসিইউ সিটটা ছেলেকে দিয়ে মা চলে গেলেন পৃথিবী ছেড়ে, ছেলে মুমূর্ষু

1

করোনা আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মা। একই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তার ছেলে। একপর্যায়ে ছেলের অবস্থারও অবনতি ঘটে, প্রয়োজন হয় আইসিইউর।

কিন্তু ছেলের জন্য সারা চট্টগ্রামের কোথাও মেলে না আইসিইউ শয্যা। মুমূর্ষু অবস্থায় আইসিইউতে শুয়ে থাকা মায়ের কানে খবরটা যেতেই ছটফট করতে থাকেন মা। নিজের শয্যায় ছেলেকে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকদের ইশারা করেন মা।

চিকিৎসকরা বোঝানোর চেষ্টা করেও মাকে ওই অবস্থান থেকে সরাতে পারেননি । বাধ্য হয়ে মাকে নামিয়ে আইসিইউ বেডে তোলা হয় ছেলেকে। এর একঘণ্টার মাথায় পৃথিবীর মায়া কাটিয়ে করোনার কাছে হার মানেন মা।

মায়ের আত্মত্যাগের মধ্য দিয়ে আইসিইউ শয্যা মিললেও এখন ছেলের প্রাণও যায় যায়। তবে মুমুর্ষু অবস্থায় এখনও বেঁচে আছেন ছেলে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১ টায় ছেলের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ শয্যা ছাড়েন কানন প্রভাপাল (৬৫) নামের ওই মা।

তার বদলে আইসিইউ শয্যায় উঠেন ছেলে শিমুল পাল (৪৩)। তবে আইসিইউ পেলেও সংকটমুক্ত নন শিমুল পাল।

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দিয়েছেন। কিছুক্ষণ বাদে মা মারা যান। মায়ের মৃত্যুর পর ছেলের অবস্থার আরও অবনতি হয়। তিনি এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তবে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’

কানন প্রভা পাল করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেছিলেন ১৫ জুলাই। শুরুতে তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। পরে ২২ জুলাই হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে নেয়া হয় তাকে। এর একদিন আগে ২১ জুলাই করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে আসেন তার ছেলে শিমুল পাল।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. শেখ আলী আকবার বলেছেন

    আইসিউ ফাইসিউ বাদ দিন আল্লাহর উপর ভরসা রেখে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করাণ। ইনশাআল্লাহ রোগী সুস্থ্য হয়ে যাবে।

    এখান কার মমতাময়ী নারী চিকিৎসক ডাঃ সাদিয়া জাহান সবচেয়ে ভালো চিকিৎসা সেবা দেন। চিকিৎসকের নম্বরঃ ০১৯৪৭-৮০২০৪৯।

    তিনি ফোনেও চিকিৎসা সেবা দিয়ে থাকেন, ঢাকা -খুলনা ফেরত অনেক মুমূর্ষু রোগী তিনার নিকট থেকে সুস্থ হয়ে উঠছেন।

    বিনিময়ে তিনি মানুষের দোয়া এবং ভালো চান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm