s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

দুর্যোগে মানুষের পাশে থাকবে পুলিশ: বিজয় বসাক

0

বাংলাদেশে মহামারী করোনার শুরুর সময় থেকে পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল আগামী দিনগুলোতেও একইভাবে বাংলাদেশ পুলিশের সকল সদস্য করোনাভাইরাসসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকবে।

মঙ্গলবার (৩০ মার্চ) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার একটি কমিউনিটি সেন্টারে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সচেতনতামূলক কর্মসূচিতে কথাগুলো বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।

পাঁচলাইশ মডেল থানার কমিউনিটি পুলিশিং কমিটি এবং বিট পুলিশিং কমিটির সমন্বয়ে উক্ত সচেতনতামূলক সভায় দিনব্যাপী পাঁচলাইশ থানাধীন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাউল শিল্পীদের নিয়ে গানে গানে করোনা সচেতনতামূলক প্রচারণা এবং মাক্স বিতরণ করা হয়।
দুর্যোগে মানুষের পাশে থাকবে পুলিশ: বিজয় বসাক 1
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি পাঁচলাইশ মডেল থানার আবু সাঈদ সেলিম , ৩৬ নম্বর বিট পুলিশিং এর সভাপতি জসিমুল আনোয়ার খান, পরিবেশবিদ বক্তিয়ার উদ্দিন খান, নারীনেত্রী হোসনে আরা পারুল, জোহরা বেগম, কোহিনুর আক্তার।

সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত অনুষ্ঠানে প্রায় নয় শত মানুষ যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে বিজয় বসাক বলেন, ‘যথাযথভাবে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধির কঠিন অনুসরণের মাধ্যমেই করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ আমরা কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হব।’

Din Mohammed Convention Hall

অনুষ্ঠানে সচেতনতামূলক গান পরিবেশন করেন বাউল শিল্পী মো. কামাল ও কেয়া পপি।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm