s alam cement
আক্রান্ত
৬০৯২৭
সুস্থ
৪৯৯০৫
মৃত্যু
৭২২

দেশের ৭৮ ভাগ করোনা রোগীর শরীরেই ভারতীয় ডেল্টা, প্রমাণ মিলল গবেষণায়

0

দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ৭৮ শতাংশের দেহে ভারতীয় ধরণ (ডেল্টা ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গত জুন মাসে করা করোনার জিনোম সিকোয়েন্সে এ তথ্য উঠে এসেছে।

রোববার (৪ জুলাই) আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে দেশে করোনার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। এর অংশ হিসেবে জুন মাসের জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা যায়, করোনায় আক্রান্তদের ৭৮ শতাংশই ভারতীয় ধরণে সংক্রমিত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাইরাসটি পরিবর্তিত হয়ে নতুন চেহারা ও বৈশিষ্ট্য ধারণ করছে, যা ভ্যারিয়েন্ট নামে পরিচিত। সংক্রমণের গতি, রোগের জটিলতা (মৃত্যু হার ও হাসপাতালে ভর্তির হার), রোগ পরবর্তী ও টিকা গ্রহণ পরবর্তী রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনায় কিছু কিছু ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে বিবেচনা করা হয়। যেমন আলফা, বিটা, গামা ও ডেল্টা ভ্যারিয়েন্ট।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের বিভিন্নস্থান থেকে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুন পর্যন্ত মোট ৬৪৬টি সংগৃহীত করোনা নমুনার জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করা হয়েছে।

এসব নমুনায় করোনার আলফা ভ্যারিয়েন্ট (যুক্তরাজ্যে প্রথম শনাক্ত), বিটা ভ্যারিয়েন্ট (সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত), ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতে প্রথম শনাক্ত), ইটা ভ্যারিয়েন্ট (নাইজেরিয়াতে প্রথম শনাক্ত), বি-১.১.৬১৮ ভ্যারিয়েন্ট (অজ্ঞাত উৎস) শনাক্ত হয়েছে।

এ বছরের এপ্রিলে ভারতীয় (ডেল্টা) ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে এ ধরণের শনাক্তের হার বৃদ্ধি পেতে থাকে। মে মাসে ভারতীয় ধরণ ৪৫ শতাংশ ও জুন মাসে ৭৮ শতাংশ নমুনায় শনাক্ত হয়।

Din Mohammed Convention Hall

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm