s alam cement
আক্রান্ত
৬১৫৮৯
সুস্থ
৫০০৪৮
মৃত্যু
৭৩১

মোটরসাইকেলে গণমাধ্যমের স্টিকার সাটিয়ে যাত্রী পরিবহন, গুণতে হল জরিমানা

0

মোটরসাইকেলের সামনে সাটানো আছে ‘আলোকিত প্রতিদিন’ পত্রিকার স্টিকার। গলায় ঝুলানো আইডি কার্ড। এসব নিয়ে চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড় অতিক্রম করছিল মো. পারভেজ নামে এক মোটরসাইকেল আরোহী। কিন্তু র‍্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এলো, তিনি সাংবাদিক নন। গণমাধ্যমের স্টিকার, আইডি কার্ডের আয়োজন করে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন তিনি।

সোমবার (৫ জুন) নগরের টাইগারপাস মোড়ে জেলা প্রশাসনের যৌথ অভিযানে ধরা খেয়ে তাকে গুণতে হল জরিমানা।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, ‘মোটরসাইকেলের সামনে প্রেস লাগিয়ে ভাড়া মারার অপরাধে মো. পারভেজ নামের একজনকে জরিমানা করা হয়েছে। এছাড়া মোট আটটি মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।’

সিএম/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm