পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

নিহত দুজন হচ্ছেন আবদুল হামিদ (৩২) ও শাহেদা (২৮)। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে পটিয়া হাইওয়ে থানার শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

s alam president – mobile

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় এক নারী ও পুরুষ। এ দুর্ঘটনায় আহত হন ৬ জন।

আহতরা হলেন, আসিকা(২৫), ইকামনি(৩), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭) এবং আবুল কালাম (৫২)।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁডির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সকালে পটিয়ার দুর্ঘটনায় ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদ ও শাহেদা নামের দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।’

Yakub Group

আরএ/এমএফও/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!