পটিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ২ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ্

গ্রেপ্তার আসামির নাম আজিজুল ইসলাম ওরফে আজিজ। (৩৭)। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের নুরুল ইসলাম প্রকাশ নুরুল আলমের ছেলে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আজিজ এলাকায় অবস্থান করছেন। এরপর মনসা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণা মামলাসহ মোট ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার বিকালে তাকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি মামলায় সাজা দেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm