পতেঙ্গায় শ্রীশ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন

চট্টগ্রামের পতেঙ্গায় শ্রীশ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন হয়েছে।

২০ ও ২১ ফেব্রুয়ারি মহাজন ঘাটা ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দু’দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি সকাল থেকে হাজারও ভক্তের সমাগমে প্রাতঃপূজা থেকে শুরু করে দিনব্যাপী নগর পরিক্রমা, চন্ডীপাঠ, পুস্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ ও তুলশী দাশ জানান, মানব কল্যাণে ও গৃহশান্তির জন্য প্রতি বছরের মত এবারও শ্রীশ্রী শম্ভুনাথ বাবার প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা পাশে থাকলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির কমিটির কাছে কৃতজ্ঞতা জানান তারা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির সদস্য রাজু মহাজন, সাধন বাবু, সুকুমার, সুগন্ধি বাবু, অমৃত শীল, সুব্রত সেন, রনি আইচ, লিটন চক্রবর্তী, মঙ্গল দাস, জীবন, জবা দাস।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm