s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

পথচারীকে বাঁচাতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল্লাহ আল ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার পৌরসভার বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার মনির আহমদের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভাটিয়ারী থেকে ফয়সাল ও রাফসান নামের দুই যুবক মিরসরাইয়ের আরশি নগর পার্কে বেড়াতে যাওয়ার সময় বটতল নামক স্থানে পৌঁছালে হঠাৎ রাস্তা পার হতে যাওয়া এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন দুই মোটরসাইকেল আরোহী।

কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমির ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm