s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

চলন্ত বাস থেকে ফেলে শিক্ষককে হত্যা চেষ্টায় বায়েজিদে গ্রেফতার ৩

0

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় চলন্ত বাস থেকে ফেলে শিক্ষককে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩০ নভেম্বর) র‍্যাবের আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, বাস হেলপার মোহাম্মদ হোসেন (২৫), চালক মোহাম্মদ লিটন (৩২) ও মো. মাহিন (১৩)।

সংবাদ সন্মেলনে জানানো হয়, শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় প্রথমে বাসটির হেলপার মাহিনকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে আটক করা হয়। এরপর ড্রাইভার লিটনকে একই থানার শান্তিনগর থেকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামী হোসেনকে মোহাম্মদনগর থেকে আটক করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সকলেই মাদকাসক্ত।

এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে রহমত উল্লাহ নামে এক শিক্ষকের চালক ও হেলপারের কথা-কাটাকাটি হয়। পুরনো রেলস্টেশন এলাকায় চলন্ত বাস থেকে বাসের হেলপার হোসেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনো সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত শিক্ষক রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থী।

বিএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm