চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করে রাখা একটি কাভার্ডভ্যানের ভেতর থেকে মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে স্থানীয়রা গাড়ির চালকের আসনের পেছনে বিশ্রামের সিটে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট উকিলপাড়ার মো. ইউনুসের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উখিয়া থেকে টেকনাফের মালামাল বোঝাই করে বোয়ালখালীতে পৌঁছান তিনি। শুক্রবার সকালে হাক্কানি পেপার মিলে মাল নামানো হয়। সন্ধ্যায় মালিকপক্ষের সঙ্গে তাঁর কথা হয়। তবে এরপর থেকে ফোন বন্ধ থাকায় পরিবার ও কোম্পানি উদ্বিগ্ন হয়ে ওঠে।
আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক রাসেল আহমেদ বলেন, তিন মাস হলো মহিউদ্দিন তাঁদের গাড়িতে কাজ করছিলেন। এর আগে তিনি বিছমিল্লাহ ট্রান্সপোর্টে চাকরি করতেন। রোববার আমাদের কর্মীরা গাড়ি দেখতে গেলে ভেতরে লাশ পড়ে থাকতে দেখেন।
বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান জানান, মরদেহে পচন ধরেছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


