চকরিয়ায় চিংড়িঘের নিয়ে বন্দুকযুদ্ধে লাশ পড়ার পর দুজন গ্রেপ্তার

দুই বাহিনীর শত রাউন্ড গুলিবিনিময়

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখল–বেদখলকে কেন্দ্র করে সশস্ত্র দুই পক্ষের বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা থেকে নুর মোহাম্মদ (৫৫) ও কুতুব উদ্দিন (২৮)–কে দেশীয় তৈরি বন্দুকসহ আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিজবিহীন একটি বিশাল চিংড়িঘের দখলে নিতে শনিবার সকাল থেকে জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিনের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে বিকেল পর্যন্ত চলে গোলাগুলি। গুলি লেগে নেজাম উদ্দিনপন্থী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত পাঁচজন।

অধিকাংশ স্থানীয় বাসিন্দা আতঙ্কে ঘরবন্দী থাকলেও গোলাগুলির বিকট শব্দে পুরো এলাকায় ভয় ছড়িয়ে পড়ে। শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। সংঘর্ষের ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

ksrm