পাহাড়তলীতে আবার রেল ইঞ্জিনের যন্ত্রপাতি চুরি, ২ মাসে তিনবার

0

দুই মাসে তিন দফায় চুরির ঘটনা ঘটলো চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের লোকোশেডে। সর্বশেষ রোববার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে চোরের দল ওই লোকোশেড থেকে ডেমু ট্রেনের ইঞ্জিনের তামার কেবল ও মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, রোববার (২০ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় চোরের দল দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। এরপর ডেমু ট্রেনের একটি ইঞ্জিন থেকে তামার তার ও মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।

এ নিয়ে গত দুই মাসে তিন দফায় চুরির ঘটনা ঘটল পাহাড়তলীতে রেলওয়ের এই লোকোশেডে।

এর আগে গত ২১ জানুয়ারিও এখানে একটি ইঞ্জিন থেকে মোটর ও তারসহ মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে যায়।

জানা গেছে, পুরো রেলওয়ে লোকোশেডের নিরাপত্তায় নিয়োজিত আছেন রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) মাত্র একজন সদস্য। কাগজপত্রে আরও দুজনের নাম থাকলেও তারা দায়িত্ব পালন করেন না। অথচ পাহাড়তলী লোকোশেডের রয়েছে ছয়টি বিট ও ছয়টি প্রবেশমুখ।

লোকোশেডে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলেও এ পর্যন্ত কোনো চুরির ঘটনাতেই কাউকে শনাক্ত করা যায়নি। এবারেও সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm