s alam cement
আক্রান্ত
৮৬৪২৯
সুস্থ
৫৫৮২৪
মৃত্যু
১০১০

পাহাড়তলীতে ৫ তরুণীকে আটকে যৌনব্যবসা, ‘কেনা’ হয়েছিল স্বামী ও প্রেমিকের কাছ থেকে

দুই নারীসহ গ্রেপ্তার ৪

0

চট্টগ্রামে পাঁচ তরুণীকে বাসায় আটকে রেখে তাদের দিয়ে জোর করে যৌনব্যবসা করা হচ্ছিল অন্তত দেড়মাস ধরে। এই পাঁচ তরুণীর কেউ স্বামীর হাতে প্রতারণার শিকার, কেউবা আবার প্রেমিকের হাতে।

তাদের প্রত্যেককেই ‘বিক্রি’ করা হয়েছিল এক ব্যক্তির কাছে। আবার এই যৌনব্যবসার সহযোগী ছিলেন অন্তত দুজন নারী।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৬টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার ছদু চৌধুরী রোডের একটি বাসা থেকে ওই পাঁচ তরুণীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

বিভিন্ন সময়ে স্বামী ও প্রেমিকের হাতে প্রতারণার শিকার হওয়া এসব তরুণীকে কৌশলে ‘বিক্রি’ করা হয় ওই বাসায় বসবাসরত বাবুল নামের এক ব্যক্তির কাছে। এরপর তাদের বাধ্য করা হতো যৌনব্যবসায়। এভাবে চলছিল গত দেড় মাস ধরে।

এ ঘটনায় ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয় দুই নারীসহ চারজনকে। এরা হলেন মো. মজনু (৪৮), জগদীশ মল্লিক (৩২), পারভীন আক্তার (৪৫) ও নুর জাহান (২৩)। তবে মূল হোতা বাবুলকে ধরতে পারেনি পুলিশ।

এ ঘটনায় নগরীর পাহাড়তলী থানায় মামলা হয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm