s alam cement
আক্রান্ত
৮৬৪২৯
সুস্থ
৫৫৮২৪
মৃত্যু
১০১০

করোনা ও ডেঙ্গু টেস্ট ২৪ ঘণ্টায় করা যাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে

৩০ মিনিটেই রিপোর্ট

0

চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টা করা যাবে করোনার র‍্যাপিড এন্টিজেন টেস্ট ও ডেঙ্গু পরীক্ষা। এক্ষেত্রে কোভিড টেস্টের জন্য ১১০ টা ফি নেয়া হলেও ডেঙ্গু পরীক্ষা হবে বিনামূল্যে। হাসপাতালটির জরুরি বিভাগে গেলেই করা যাবে এই দুটি টেস্ট।

বুধবার (৪ আগস্ট) থেকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালটির জরুরি বিভাগে এই কার্যক্রম শুরু হয়।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘দুটি টেস্টের ক্ষেত্রেই ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানতে পারবেন নমুনা দেয়া ব্যক্তি।’

এর আগে হাসপাতালটিতে দিনের ১২টা পর্যন্ত করোনার র‍্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রম চলছিল।

ডা. তানজিম বলেন, ‘কোভিড টেস্টের ক্ষেত্রে কেবলমাত্র অতিমাত্রার হাসপাতালে ভর্তি-ইচ্ছুক রোগীদের এবং যেকোন জ্বরের রোগীকে ডেঙ্গু টেস্ট করানো হবে। ২৪ ঘণ্টার যেকোন সময়েই এটি করা যাবে।’

প্রথমদিন ২৪ জনের ডেঙ্গু টেস্ট করা হলেও তাদের কারো নমুনা পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ডা. তানজিম।

Din Mohammed Convention Hall

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm