s alam cement
আক্রান্ত
৩৯৪৯৪
সুস্থ
৩৩৮৯৫
মৃত্যু
৩৮৫

পাহাড়ি ছড়ায় ডুবে মারা গেলেন যুবক

0

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি ছড়ার পানিতে ডুবে মোহাম্মদ সোহেল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ী মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ সোহেল একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মোহাম্মদ সোহেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের সাথে সে সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। মসজিদে যাওয়ায় পথে ওযু করতে বা অন্য কোন কারণে সে পাহাড়ি ছড়ায় নেমে পানিতে ডুবে যায়। ছড়াটিতে পানির স্রোত না থাকলে গভীর থাকায় সে তলিয়ে যায়। এ সময় তাকে খলিলুর রহমান নামে স্থানীয় এক লোক উদ্ধারে ব্যর্থ হয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। পরে স্থানীয় বাসিন্দারা ছড়ার পানি থেকে সোহেলের মরদেহ উদ্ধার করেন।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছড়ার পানিতে ডুবে মৃত্যুর সত্যতা পেয়ে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm