s alam cement
আক্রান্ত
৩৯৪৯৪
সুস্থ
৩৩৮৯৫
মৃত্যু
৩৮৫

যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে জেলে গেলেন প্রবাসী

0

যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে জেলে গেলেন এক প্রবাসী। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৩০ মার্চ) স্ত্রীর দায়ের করা মামলায় প্রবাসী স্বামী লেয়াকত আলীকে গ্রেফতারও করেছে ইপিজেড থানা পুলিশ।

লিয়াকতের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গুপটিবাজার এলাকার ফকিরবাড়িতে।

ইপিজেড থানার ডিউটি অফিসার এসআই চেত্রী চট্টগ্রামে প্রতিদিনকে বলেন, ‘তাদের বিয়ে হয়েছে নয় মাস। বিয়ের পর স্ত্রীকে রেখে লিয়াকত ওমানে চলে যান। চার মাস আগে দেশে চলে আসেন লিয়াকত। স্ত্রীকে নিয়ে নগরীর ইপিজেড থানার বন্দরটিলার ঘোড়া কলোনীর বাবুলের ভবনের তিন তলায় ভাড়া বাসায় উঠেন তিনি। বিদেশ থেকে আসার পর থেকেই লিয়াকত যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতেন।’

তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার সকালে ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন লিয়াকত। পরে লিয়াকতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার স্ত্রী। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।’

Din Mohammed Convention Hall

আইএমই/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm