s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

পুলিশ আসার খবরে লুকিয়ে পড়ে বক্স খাটের ভেতর, তবু ধরা পুলিশের হাতে

0

পুলিশ আসার খবরে লুকিয়ে পড়ে বক্স খাটের ভেতরে। কিন্তু ফাঁকি দেয়া যায়নি পুলিশের চোখ। প্রায় দুই বছর পর ধরা পড়তে হলো ডাকাতির প্রস্তুতি মামলার আসামিকে। সাতকানিয়া থানার খাগড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় পলাতক আসামি ইলিয়াছকে।

পুলিশ জানায়, চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়া থেকে ডাকাতি প্রস্তুতি মামলার এক পলাতক আাসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৈশামুড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইলিয়াছ (৪২) ওই এলাকার চৌকিদার বাড়ির মৃত ওবাইদুল মজিদের ছেলে। ইলিয়াছ ২০১৯ সালের ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আাসামি।

সে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ থানা পুলিশের নিকট পৌঁছালে সাতকানিয়া থানার সহকারী উপ পরিদর্শক মোবারক আলী ফোর্স নিয়ে আাসামির নিজ বাড়ি হতে বক্স খাটের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় থেকে তাকে গ্রেপ্তার করেন।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে, ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আাসামি মো. ইলিয়াছ এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শনিবার (৫ জুন) যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm