s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

পুলিশ দেখে দৌড়—দিনরাত জুয়া খেলার নেশার ঘোরে থাকে ৪ জুয়াড়ি

0

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের খোলা মাঠে তাবু টাঙিয়ে বানানো হয়েছে ঘেরা। দেখেই মনে হবে কোন ভাসমান মানুষের আশ্রয়স্থল। কিন্তু না, তাবুর ভেতর দিনরাত চলে অপকর্ম। দিনে বসে জুয়া, সন্ধ্যা নামলেই বসে গাঁজার সেবনের আসর।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে এ আসরেই কোতোয়ালী থানা পুলিশের একটি টিম হানা দেয়। এ সময় ৪ জুয়াড়ি দৌড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মো. মামুন, মো. মোশারফ, মো. আকাশ এবং মো. বশির।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটককৃতরা ওই এলাকায় জুয়াড়ি হিসেবে পরিচিত। তাদের কারণে স্থানীয় যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের জুয়ার আসর থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

স্থানীয়রা জানান, এসব অপকর্মের মুলহোতা কবির নামের এক লোক। স্টেডিয়াম এলাকায় খোয়াজা হোটেলের বিপরীতে মাঠে প্রবেশ পথেই ঝুপড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার অবস্থান নজরে পড়ার মতো। স্টেডিয়ামে ঢোকার মুখে বাম পাশে ফুটপাতের জায়গায় তার রয়েছে একটি ঝুপড়ি চায়ের দোকান।

এই চায়ের দোকান থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে এনায়েত বাজার থেকে কাজির দেউরি এলাকার জুয়া, মাদক, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধ।

Din Mohammed Convention Hall

আদর/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm