s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

ভাঙ্গারি মালামাল কুড়াতে গিয়ে খালে ডুবে কিশোরের মৃত্যু

0

মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গা খালে প্রবল জোয়ারে ভেসে যাওয়া হাসান (১২) এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা সোনাদিয়ার সংযোগ সেতুর মধ্যবর্তী খাল থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত হাসান স্থানীয় বুজরুক পাড়ার আব্দু রহিমের পুত্র।

স্থানীয়রা জানান, হাসান তার এক সহপাঠীকে নিয়ে ঘটিভাঙ্গা খালে ভেসে আসা বিভিন্ন ধরনের ভাঙ্গারি মালামাল কুড়াতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার আব্দুস শুক্কুরের পুত্র ছৈয়দ নবী তাকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে স্থানীয় ঘটিভাঙ্গার ইউপি মেম্বার নুরুল আমিন খোকা ও ভেসে যাওয়া কিশোরের আত্মীয়-স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ভাটার সময় একটি চিংড়ি প্রজেক্টের বাঁধের পাশে বিকালে লাশ খুঁজে পান।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm