s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

সন্তানদের মারে আহত মায়ের পাশে দাঁড়ালো বাংলাদেশ মানবাধিকার কমিশন

0

আম খাওয়া নিয়ে পাষণ্ড সন্তানদের হাতে নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়ালো বাংলাদেশ মানবাধিকার কমিশন। তাকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন কমিশনের নেতারা।

বৃহস্পতিবার (২৭) মে সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবুর নেতৃত্বে একটি দল আহত কক্সবাজারের চকরিয়ায় ওই নারীকে দেখতে যান।

এ সময় তারা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

এ সময় নেতৃবৃন্দ আহত নারীর হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন।

পরে বিষয়টি নিয়ে মানবাধিকার কমিশন নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবু, চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, ওয়াহেদ ফয়েজ, এমডি সমউনুল ইসলাম, তৌহিদ ফয়সাল,সৈয়দ মোহাম্মদ শাহা এরফান প্রমুখ৷

Din Mohammed Convention Hall

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ মে) চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়নে উত্তর লক্ষ্যারচর গ্রামে গাছ থেকে আম পেরে খাওয়ায় ৪ ভাই-বোন মিলে মাকে পিটিয়ে আহত করে। এ সময় ওই মায়ের হাত ভেঙে যায়।

সিএম/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm