প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিদিনে ২৪ জানুয়ারি ‘হুমকির মুখে ভোট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন সাতকানিয়ার তিন আইনজীবী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনাকারী তিন কর্মকর্তা।

প্রতিবাদপত্রে তারা উল্লেখ করেন, গত ২৩ জানুয়ারি সভাপতি পদপ্রার্থী এডভোকেট মিনহাজুল আব্রার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আবুল কাসেম এবং পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী এডভোকেট সৈয়দ শওকত আলী মনোনয়ন প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিল করেন এবং নির্বাচন কমিশন দরখাস্তগুলো অনুমোদন দেয়। ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

প্রতিবাদপত্রে বলা হয়, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে জাতীয় ও আর্ন্তজাতিক মান বজায় রেখে সাতকানিয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রকাশ করে। কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে, জোর করে হুমকি ধমকি দিয়ে প্রার্থীতা প্রত্যাহার সংক্রান্ত কোন প্রকার অভিযোগ নির্বাচন কমিশন বরাবরে অভিযোগ দাখিল করেননি।’

প্রতিবাদপত্রে নির্বাচন পরিচালনাকারী তিন কর্মকর্তা প্রকাশিত সংবাদে উল্লেখিত বিষয়বস্তুকে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm