হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সমাপনী দিবসের অনুষ্ঠান আর্টিলারি সেন্টার ও স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 1

রোববার (২৬ জানুয়ারি) বিকেল তিনটায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট, ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মো. আতিকুর রহমান।

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এরপর সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ধ্বনিত হয়। প্রধান অতিথি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের পর মশাল প্রজ্বলন করে শাহিনা ইসলাম মিতু।

অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদের স্বাগত বক্তৃতার পরই শিক্ষার্থীদের প্যারেড ও বর্ণিল ডিসপ্লে সবাইকে মুগ্ধ করে। সমাপনী দিবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল রিলে ও অঙ্ক দৌড়।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া খেলাধুলায় তিনটি হাউসের পয়েন্টই ছিল সমানে সমান। চ্যাম্পিয়ন হওয়া না হওয়া চূড়ান্ত দিনের খেলার ওপর নির্ভরশীল হওয়ায় সবার মধ্যে একটা টান টান উত্তেজনা বিরাজ করছিল। শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রদর্শনপূর্বক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল হাউজ (ব্লু হাউজ)।

এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm