s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

প্রাণের কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

1

বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণের পণ্যবোঝাই কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেছে এক যুবকের। রোববার (২১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাস স্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাভার্ডভ্যান চাপায় নিহত মোটরসাইকেল চালকের নাম আবদুল খালেক (৩৭)। এ সময় মঞ্জু নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আল হারামাইন মোটর্সের মালিক আবদুল খালেক নিজের মোটরসাইকেল করে নাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে আবদুল খালেক নিহত হন। নিহত আবদুল খালেক ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পশ্চিম ছড়ারকুল এলাকার মো. ইমরান রশিদের ছেলে। এ সময় গুরুত্বর আহত মঞ্জুকে প্রথমে হাটহাজারী আধুনিক হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার সময় রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। ফলে বাস স্টেশন মোড়ে গাড়ির তেমন গতি ছিল না। কিন্তু কাভার্ডভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সাথে সাথে মোটরসাইকেল উল্টে দুজনেই গাড়ির চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলে প্রাণ হারান খালেক। পুলিশও দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকেই দায়ী করছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে কাভার্ড ভ্যানটি আটকে রাখে। এসময় হাটহাজারী নাজিরহাট সড়ক, হাটহাজারী রাঙামাটি সড়ক ও হাটহাজারী চট্টগ্রাম সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Din Mohammed Convention Hall

এ ব্যাপারে হাটহাজারী থানার (টি আই) মো. সামিউল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল ও কাভার্ডভ্যান সংঘর্ষে খালেক নামের একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. মোঃ আব্বাস বলেছেন

    অনেক সুন্দর ও দারুণ তথ্য প্রধান করা হল।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm