s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

ফারাজের উদ্যোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ালো বাংলাদেশ

0

ইসরাইলী হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের নাগরিকদের জন্য ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ও ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তাদের সাথে আলাপ করে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী এ উদ্যোগ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। তাঁর আহবানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ওষুধ পাঠাতে থাকে।

বৃহস্পতিবার (২০ মে) রাজধানী ঢাকার বারিধারাস্থ ফিলিস্তিন দূতাবাসে প্রায় ৫০ লাখ টাকার ওষুধ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের নিকট হস্তান্তর করেন ফারাজ করিম চৌধুরী।

এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, ‘এই মানবিক কার্যক্রমে ওষুধ কোম্পানির মধ্যে অপসনিন ফার্মা ও একমি ফার্মাসিউটিক্যাল্স এগিয়ে এসেছে। তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনেক বন্ধুরাও সাহায্য করেছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

জানা গেছে, ফারাজ করিম চৌধুরীর অনুরোধে ফিলিস্তিন দূতাবাস বিকাশ, নগদ, রকেট একাউন্ট খুলেছে। যে কেউ সরাসরি এসব একাউন্টে সহযোগিতা পাঠাতে পারবে।

বিএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm