ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তি, চট্টগ্রামে আট বছরের জেল শিক্ষকের

0

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় এক স্কুল শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর সোমবার (৫ জুলাই) এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দেবব্রত দাশ দেবু নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চৌমুহনি উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। হাতিয়া উপজেলাতেই তাঁর বাড়ি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ ও ২৮ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করেন শিক্ষক দেবব্রত দাশ দেবু। এরপর তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ওই বছরের ৩১ অক্টোবর তার স্কুলের সামনে মানববন্ধন করে স্থানীয়রা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। পুলিশ এ মামলায় তাকে গ্রেপ্তার করে।

Yakub Group

২০১৮ সালের ১০ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ মামলার অভিযোগ গঠন করেন এবং পরে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, শিক্ষক দেবব্রত দাশ দেবু রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

এই রায়ে আট বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ডেরও আদেশ দেওয়া হয়।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm