জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর গরিবউল্লাহ শাহ্ মাজার প্রাঙ্গণে অসহায় ও এতিমদের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) শেখ ফজলুল হক মণি স্কোয়ার্ড, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা নূরুল আজিম রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল তানিম চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক আকতার হোসেন সৌরভ।
আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম, মহানগর ছাত্রলীগের উপসম্পাদক মিজানুর রহমান মিজান, এমআর হৃদয়।
নূরুল আজিম রনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা অসহায়, দুস্থ ও এতিম শিশুদের খাবার বিতরণ করেছি।
আজকের দিনে আমাদের সবাইকে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে। সেইসঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যুবলীগ মানবসেবায় কাজ করে যাবে বলে জানান তিনি।
তা নেতার ব্যানারে এত বানান ভূল কেন স্থপতি, স্কোয়ার !!! কেউ ছিল না বানান দেখার জন্য !