বঙ্গোপসাগরে ডুবে গেলো জাহাজ, ৮ জন নিখোঁজ

0

বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আবুল খায়ের গ্রুপের এমভি টিটু-১৪ নামে সিমেন্টের ক্লিঙ্কারবোঝাই জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নাবিকসহ আটজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি এ জাহাজটি ডুবে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘কোনো যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এ জাহাজটি ডুবে যেতে পারে বলে আমরা ধারণা করছি। জাহাজটিতে নাবিকসহ মোট ১৪ জন ছিলেন। কোস্টগার্ড ৫ জনকে উদ্ধার করতে হয়েছে। বন্দরের টিম উদ্ধার করতে পেরেছে একজনকে। বাকি আটজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm