বদলে গেল চট্টগ্রামের দুই থানার ওসি

0

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দুই থানায় ওসি পদে রদবদল হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের ঘোষণা দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরের পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে চকবাজার থানার বিদায়ী ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

গত বছরের ৭ আগস্ট সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের এক আদেশে চকবাজার থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয় কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জাহানকে।

Yakub Group

একই আদেশে পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরে বদলি করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm