শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের আওতাধীন চকবাজার থানা, ওয়ার্ড ও ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর পশুশালা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চকবাজার থানা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর জন্মাষ্টমী পরিষদের সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে।
প্রধান বক্তা ছিলেন মহানগর জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক লায়ন শংকর দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন তপন দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, মহানগর জন্মাষ্টমী পরিষদের সহ-সভাপতি লিটন দাশ ইপ্তি, সহ-সাধারণ সম্পাদক সুজন বল, বাপ্পী দে, অর্থ সম্পাদক মান্না দে, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দে, আইন সম্পাদক অ্যাডভোকেট সুব্রত শীল রাজু, কার্যকরী সদস্য রূপন দাশ।
আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ।
সভার শুরুতে গীতা পাঠ করেন নরসিংহ আখেড়া মন্দিরের সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন চকবাজার থানা কমিটির নতুন সাধারণ সম্পাদক মিটু শর্মা।
সঞ্চালনায় ছিলেন চকবাজার থানা জন্মাষ্টমী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয় দে।
বক্তব্য শেষে নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান মহানগর জন্মাষ্টমীর সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে।
সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত আগামী ১৮ থেকে ২২আগস্ট অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানান। এছাড়া ১৯ আগস্ট মহাশোভাযাত্রা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।