ভাড়া বেড়ে গেল চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহনেও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জের

0

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার লাইটার জাহাজে পণ্য পরিবহনে ২২ শতাংশ ভাড়া বাড়িয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিওটিসি)। চট্টগ্রাম বন্দরের আউটার থেকে পণ্যবোঝাই করে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, চাঁদপুর রুটে অতিরিক্ত এ ভাড়া গুণতে হবে। এছাড়া খুলনা, মওলা, নগরবাড়ি, বাঘাবাড়ি, আশুগঞ্জসহ অন্যান্য রুটে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ১৫ শতাংশ। লাইটার জাহাজে পণ্য পরিবহনে টনপ্রতি ১০৫ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। আগে যে রুটে ৪৭৮ টাকা টনপ্রতি ভাড়া ছিল সেখানে এখন থেকে গুণতে হবে ৫৮৩ টাকা।

ভাড়া বেড়ে গেল চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহনেও 1

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভাড়া বৃদ্ধির এ ঘোষণা দেয় ডব্লিওটিসি।

জানা গেছে, বন্দরের আউটার থেকে একটি লাইটার জাহাজ সর্বোচ্চ ৩ হাজার টন পণ্য পরিবহন করতে পারে। প্রতি ট্রিপে চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল, চাঁদপুর রুটে আগের হিসাবে ভাড়া হতো ১৪ লাখ ৩৪ হাজার টাকা, সেখানে এখন ভাড়া হবে ১৭ লাখ ৪৯ হাজার টাকা। এক্ষেত্রে প্রতি টনে ১০৫ টাকা বৃদ্ধি পেলে প্রতি ট্রিপে ভাড়া বৃদ্ধির পরিমাণ ৩ লাখ ১৫ হাজার টাকা।

ডব্লিওটিসির কনভেনার নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডব্লিওটিসির বর্তমান ভাড়া তালিকায় উল্লেখিত কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও ভেতর থেকে যে ভাড়া নির্ধারণ করা আছে সে ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের বৃদ্ধি করা মূল্য সমন্বয় বাবদ ১৫-২২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলো।

Yakub Group

একই ভাড়া তালিকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পণ্যের জন্য যে অতিরিক্ত ভাড়া বর্তমানে প্রচলিত আছে ওই সকল ভাড়ার ওপরও জ্বালানি তেলের বৃদ্ধি করা মূল্য সমন্বয় বাবদ ১৫-২২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে ছোট জাহাজে (লাইটার জাহাজ) দেশের বিভিন্ন নৌরুটে এসব পণ্য পৌঁছে দেওয়া হয়। বর্তমানে ডব্লিওটিসির নিয়ন্ত্রণে ১ হাজার ৩০০টি জাহাজ রয়েছে।

লাইটার জাহাজের বর্তমান ভাড়া তালিকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেশের ৩৪টি নৌরুটের কথা উল্লেখ রয়েছে। এরমধ্যে বর্হিনোঙর থেকে ঢাকা অঞ্চলের জন্য টনপ্রতি ভাড়া ৫৮৩ টাকা।

বরিশাল রুটে টন প্রতি ৫৮০ টাকা, চাঁদপুর রুটে ৫৫৬ টাকা, খুলনা রুটে ৯৩২ টাকা, মংলা রুটে ৮৬৮ টাকা, বাঘাবাড়ি রুটে ১০২৪ টাকা, ভোলা রুটে ৭২০ টাকা, ছাতক রুটে ১২২০ টাকা, নবীগঞ্জ ১১১৩ টাকা, শরিয়তপুর, জাজিরা মাওয়া ৮৮৬, পটুয়াখালি রুটে ৭৪৮ টাকা বর্ধিত ভাড়া নির্ধরণ করা হয়েছে। এ ভাড়া ৬ আগস্ট থেকে সমন্বয় করা হবে বলে উল্লেখ্য করা হয় বিজ্ঞপ্তিতে।

ডব্লিওটিসির কনভেনর নুরুল হক বলেন, ‘জ্বালানি তেলের বর্ধিত খরচ সমন্বয় করতে বর্তমান ভাড়ার সঙ্গে ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি দিন থেকেই এ ভাড়া সমন্বয় করা হবে।’

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ডব্লিওটিসি বৈঠকে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভেলেল ওনার্স অ্যাসোসিয়শেন অব চট্টগ্রামের নেতারা উপস্থিত ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm