বাকলিয়ায় পিডিবির সাবস্টেশনে আগুন

0

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার সৈয়দ শাহ রোডের পিডিবির সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগরীর বাকলিয়া ও আশপাশের এলাকায় দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

মঙ্গলবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যুৎ সরবরাহের জন্য বাকলিয়া বিদ্যুৎ অফিসে নতুন সাবস্টেশনটি স্থাপন করা হয়। পরীক্ষামূলকভাবে আজ সেটি চালু করলে আগুন লাগার ঘটনা ঘটে। এতে যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বাকলিয়া বিদ্যুৎ অফিসের সাবস্টেশনে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তেই বিকট শব্দ হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। চন্দনপুরা ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গেলেও অফিসের কর্মচারী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়া বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে। আমাদের স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।’

Yakub Group

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm