সীতাকুণ্ডে যানজট কমাতে ৫ প্রস্তাব এলাকাবাসীর

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে যানজট এখন প্রতিদিনের ঘটনা। বিশেষ করে কুমিরা, সোনাইছড়ি ও ভাটিয়ারী এলাকাসহ আশপাশে গড়ে ওঠা একাধিক কন্টেইনার ডিপোর কারণেই এই যানজটের সৃষ্টি। এজন্য যানজট নিরসনের দাবিতে উপজেলা ভুক্তভোগী জনসাধারণ মানববন্ধন করেছে।

বুধবার (২৮ জুন) সকাল ১১টায় সোনাইছড়ি এলাকার বাসিন্দারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় এলাকার বাসিন্দারা। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনও মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে।

এ সময় যানজট নিরসনে এলাকাবাসীর পক্ষে ৫টি প্রস্তাবনার একটি স্মারকলিপি সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতিকে দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশীদ ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, আওয়ামী লীগ নেতা খায়রুল আজম জসিম, মো. ইউছুফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Yakub Group

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কুমিরা, সোনাইছড়ি ও ভাটিয়ারী এলাকাসহ বিভিন্নস্থানে সড়কের পাশে গড়ে উঠেছে একাধিক কন্টেইনার ডিপো। এর ফলে ভারী যানবাহন চলাচল করে প্রতিদিন। এতে যানজট তীব্র আকার ধারণ করে। যানজটের কারণে স্থানীয় বাসিন্দাসহ দূরপাল্লার হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm