চট্টগ্রাম নগরীর চকবাজারের বালি আর্কেড শপিং মলের পার্কিং থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ক্রেতা মো. কোরবান আলীকে (৩৮) আটক করেছে চকবাজার থানার পুলিশ।
চকবাজার থানা পুলিশ সোমবার (২৬ জুন) সন্ধ্যায় নগরীর সদরঘাটে অভিযান চালিয়ে কোরবান আলীকে আটক করে। পরে পটিয়ায় থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, বিভো মোবাইল কোম্পানির বালি আর্কেড শপিং মল শাখায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন আবু সাইদ মো. জাকি (২৪)। গত ১০ জুন তার ব্যবহারিত মোটরসাইকেলটি বালি আর্কেড শপিং মলের পার্কিং থেকে চুরি হয়ে যায়। বিষয় নিয়ে চকবাজার থানায় অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। কিন্তু মুখে মাস্ক থাকায় ভালোভাবে চেহারা দেখা যাচ্ছিল না।
এর আগেরদিন মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালের পার্কিং থেকেও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এরপর বন্দর এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে বালি আর্কেড থেকে চুরি হওয়া মোটরসাইকেলটিও ছিল।
পরে চকবাজার থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আটক চোরদের মধ্যে মো. আবিদ হোসেন শ্রাবণকে (১৭) চিহ্নিত করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বালি আর্কেড থেকে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য অনুসারে সদরঘাট ও পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ক্রেতাকে আটক করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তাছাড়া নগরজুড়ে মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের ধরতে অভিযান চলছে।’
আরএ/ডিজে