২ হাজার ইয়াবাসহ আকবর শাহ এলাকায় যুবক গ্রেপ্তার

0

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার পাক্কার মাথা থেকে ২ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে চালান করা হবে।

গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন মিরসরাই থানার সৈয়দ আলীর বাড়ির খোরশেদ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাএ পাক্কার মাথা থেকে ২ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে আসামিকে আদালতে চালান দেয়া হবে।

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm