বান্দরবানে জুমচাষীকে গলা কেটে খুন

0

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে ৪নং ওয়াড বাঘমারা হেডম্যান পাড়ায় শৈ চিং মং মার্মাকে (৪০) গলা কেটে হত্যা করা হয়েছে।

শৈ চিং মং মার্মা একজন জুমচাষী। অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে রাতের আধারে জিম্মি করে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরের দিকে নিহতের নিজ ঘর থেকে বান্দরবান সদর থানা পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২ টায় বান্দরবান সদর উপজেলা নব গঠিত জামছড়ি ইউনিয়নে ৪নং ওয়ার্ড বাঘমারা হেডম্যান পাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বান্দরবানে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে একজন জুমচাষী।

Yakub Group

তিনি বলেন, তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পাহাড়ী কোন সন্ত্রাসী গোষ্টি শৈ চিং মং মার্মাকে খুন করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবো।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm