সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে হালিশহরের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
চট্টগ্রাম থেকে দুই দিন আগে স্ত্রী সহ পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া সৈয়দ আবদুল্লাহ (৩০) নামের ওই ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে সেখান থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার সীমান্ত বাজার এলাকার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান।
নিহত সৈয়দ আব্দুল্লাহর (৩০) বাড়ি চট্টগ্রাম। তিনি হালিশহর বি-ব্লক এইচ ক্লাব মোড়ে আহমদ টেলিকমের স্বত্বাধিকারী।
সাইফুল বলেন, ‘সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বনভোজন শেষে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে পাবনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আব্দুল্লাহ। পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাসের নিচে চলে যায়।
তিনি বলেন, ‘এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। পরে তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে জানান ট্রাফিক সার্জেন্ট।
এআরটি/সিপি