বিএম ডিপোতে বিস্ফোরণ, তদন্ত রিপোর্ট পেলেই আইনী ব্যবস্থা—আইজিপি

0

তদন্ত কমিটির রিপোর্ট পেলে সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আইনী বিষয়গুলো স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি, এর মধ্যে একটি সরকার তদন্ত কমিটি গঠন করেছে। ফায়ার ব্রিগেডও উদ্ধার কাজ শেষ করে একটি তদন্ত কমিটি করেছে। ওনারা এক্সপার্ট এই বিষয়ে। তো দুটি কমিটি রিপোর্ট করলে আইনী বিষয়গুলো স্পষ্ট হবে। আগুনে যদি আইনি কার্যক্রম ভঙ্গ করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এ সময় বেনজীর আহমেদ বলেন, ‘গত চার তারিখে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের লোকজন কাজ করছে, পুলিশের সিআইডি কাজ করছে। ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। দুইটা কমিটিতে সিআইডি কাজ করছে। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও কাজ করছে। তদন্ত কমিটির বিশেষজ্ঞ সহায়তা যদি লাগে তাহলে তার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে যে স্প্লিন্টার, রেজিডিও আছে আমরা সেগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছি। সেগুলোর কেমিক্যাল টেস্ট করলে বোঝা যাবে কী কী কেমিক্যাল কম্পোন্যান্ট ছিলো এখানে।’

Yakub Group

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm