বিজেপি নেতার সঙ্গে বৈঠকে নজিবুল বশর মাইজভাণ্ডারী

0

১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তরীকত ও বিজেপির পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর এবং বাংলাদেশে ভারত দূতাবাসের পদস্থ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে দুই দলের সম্পর্ক কিভাবে আরো সুদৃঢ় করা যায়, কিভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে আমরা কথা বলেছি।’

সৈয়দ নজিবুল বশর বলেন, ‘বিজেপি নেতা বিজয় চৌথাইওয়াল আমাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়াল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সফর করছেন।

এর আগে তিনি ১৪ দলের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি ১৪ দলীয় জোটের দুটি দল আওয়ামী লীগ ও তরীকত ফেডারেশনের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm