আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস একই সুতায় গাঁথা। তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন বলেই আজকের স্বাধীন সোনার বাংলাদেশ। তিনিই স্বাধীন বাংলাদেশের প্রতিচ্ছবি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে চট্টগ্রাম ডিসি হিলের মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা আয়োজিত অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া করোনাকালে অসামান্য অবদানের জন্য সংবর্ধনা দেয়া হয় সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, আজকের কোমলমতি শিশুদের বঙ্গবন্ধুর সংগ্রাম ও ত্যাগের ইতিহাস জানাতে হবে। তাদের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন তা আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর হাতেই বাস্তবায়নের দ্বারপ্রান্তে। আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলাদেশ রূপান্তরিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মকে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি সুসান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদাত হোসেন, হেলাল আকবর চৌধুরী বাবর, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার হাসমত, আব্দুল হালিম, শাহেদ সাকিল, রিগ্যান আলী সরদার রোমান, রিংকু চার্লস নিজাম চৌধুরী, সারোয়ার আলম।
Satkania