s alam cement
আক্রান্ত
৫০৮৮৩
সুস্থ
৩৬৯৬৬
মৃত্যু
৫৫২

বিদেশের বসতঘরে বাংলাদেশের হ্যান্ডিক্রাফটসের শোভা, বড় চালান গেল যুক্তরাষ্ট্রে

0

ঘর সাজানোর হাতে তৈরি উপকরণ এখন রপ্তানি হচ্ছে বিদেশে। হ্যান্ডিক্র্যাফটসের এমনই এক চালান গত বুধবার (৫ মে) চট্টগ্রাম বন্দর থেকে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে। অবশ্য যুক্তরাষ্ট্রই শুধু নয়, বাংলাদেশ থেকে হ্যান্ডিক্র্যাফটস সামগ্রী রপ্তানি হচ্ছে ইউরোপ, ইতালি, চীন, নেদারল্যান্ডস, জার্মানি, জাপানসহ বিভিন্ন দেশে।

হ্যান্ডিক্র্যাফটস মূলত ঘর সাজানোর উপকরণ। বিদেশে ফ্লোরম্যাট এবং ওয়ালম্যাট হিসেবেও এর ব্যবহার রয়েছে। বুধবার (৫ মে) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যে চালানটি চট্টগ্রাম বন্দর ছেড়েছে, সেটি পাঠিয়েছে বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান বেঙ্গল ব্রাইডট রাগস লিমিটেড। মোট এক হাজার ১৯৩ প্যাকেট হ্যান্ডিক্রাফটস রয়েছে ওই চালানে। ঢাকার সাভারে প্রতিষ্ঠানটির কারখানা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা মনজুর মুরশেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, হাতে বুনন করা পণ্য ফ্লোরম্যাট, ওয়ালম্যাটই মূলত হ্যান্ডিক্র্যাফটস হিসেবে বিদেশে রপ্তানি হয়। এটি একসময় হাতে বানানো হতো। এখন মেশিনেও তৈরি করা হয়। বিশ্বের উন্নত দেশগুলোতে পাটের তৈরি এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

বিদেশের বসতঘরে বাংলাদেশের হ্যান্ডিক্রাফটসের শোভা, বড় চালান গেল যুক্তরাষ্ট্রে 1

জানা গেছে, পাঠের তৈরি এই হস্তশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে দেশের ভেতরেও। কিন্তু সেই তুলনায় এ শিল্পের তেমন প্রসার ঘটছে না। গ্রামের নারীরা ঘরে বসেই তৈরি করতে পারেন ঘর সাজানোর এসব উপকরণ। বিশ্বের উন্নত দেশে এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও সেই হারে পাঠানো যাচ্ছে না বাংলাদেশ থেকে। বিদেশে এসব পণ্য দেয়ালের সৌন্দর্য্যবর্ধনের কাজে ব্যবহার করা হয়। অনেকে ঘরের দরজায় চট হিসেবে ব্যবহার করেন। টি-টেবিলের গ্লাসের নিচেও রাখা হয় এসব উপকরণ। আবার শো-পিস হিসেবেও এর ব্যবহার রয়েছে।

চট্টগ্রাম উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্যমতে, ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বেঙ্গল ব্রাইডেট রাগস লিমিটেড চট্টগ্রামের বন্দর দিয়ে ১১৯৩ প্যাকেট হ্যান্ডি ক্র্যাফটস মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায়। যার ছাড়পত্র দেওয়া হয় বুধবার ৫ মে সকালে। চট্টগ্রামের আগ্রাবাদের সিএন্ডএফ এজেন্ট ইকোনিমিক শিপিং করপোরেশন ইসহাক ডিপোর মাধ্যমে এ চালান যুক্তরাষ্ট্রে পাঠায়।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিদ সৈয়দ মুনিরুল হক বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিয়ে এ হ্যান্ডি ক্র্যাফটস আগেও বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। কিন্তু আগেরগুলো এতো মসৃণ ও দৃষ্টিনন্দন ছিল না। এবারের চালানে যেগুলো পাঠানো হলো সেগুলো অনেক দৃষ্টিনন্দন।’

Din Mohammed Convention Hall

চট্টগ্রামের আগ্রাবাদের সিএন্ডএফ এজেন্ট ইকোনিমিক শিপিং করপোরেশনের কর্ণধার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘শুধু একটি কোম্পানি নয় বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকটি কোম্পানি হস্তশিল্পের পণ্য বিদেশে পাঠাচ্ছে। কিন্তু এদের মধ্যে বেঙ্গল ব্রাইডেট রাগস লিমিটেড অনেক বেশি পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করছে।’

চট্টগ্রাম উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হস্তশিল্পের প্রসারের জন্য আমরা প্রতি বছর গ্রামীণ উন্নয়ন মেলা করি। নতুন নতুন উদ্যেক্তা সৃষ্টির জন্য উদ্বুদ্ধ করি। নারীদের এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করে দিই।’

তিনি বলেন, ‘পাটজাত পণ্যে আরও নতুনত্ব আনতে হবে। বিদেশি বায়ারদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। নতুন নতুন দেশের বাজার ধরার চেষ্টা করতে হবে। এতেই আমাদের এ শিল্পের আরও প্রসার ঘটবে।’

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm