চন্দনাইশের শ্রীশ্রী শুক্লাম্বর দীঘির পুণ্যস্নান ও মেলা আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে মেলা উদযাপন কমিটির এক সভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি হারাধন দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি বিজন ভট্টাচার্য্য, সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সাধারণ সম্পাদক সুবল তালুকদার, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য্য, প্রদীপ দেব, পরিমল মহাজন, বিপ্লব চৌধুরী, রামপ্রসাদ ভট্টাচার্য্য, কিরণ তালুকদার, আশীষ দেব, মধুসুদন দত্ত ইউপি সদস্য, ডা. কাজল বৈদ্য, রুবেল দেব, ভবশংকর ধর, তরুণ দেব, তপন দেব, ঋষু মহাজন, নারায়ণ ধর, পুরণজিৎ ভট্টাচার্য্য, সমীর পাইক, অশোক দত্ত, টিংকু ধর।
সভায় মেলা ও পুন্যস্নান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।