s alam cement
আক্রান্ত
৬১৫৮৯
সুস্থ
৫০০৪৮
মৃত্যু
৭৩১

বিশ্বের সবচেয়ে ছোট গরুটি বাংলাদেশে, গিনেস বুকে নাম উঠবে ৯০ দিন পর

0

বিশ্বের সবচেয়ে ছোট গরুটি আছে বাংলাদেশেই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট গরুটি হচ্ছে ভারতের কেরালার মানিকইয়াম। ২৪ ইঞ্চি উচ্চতার ওই গরুটির চেয়েও ছোট গরু হচ্ছে বাংলাদেশের ‘রানি’। এই গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি।

গত শুক্রবার (২ জুলাই) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে তাদের নির্ধারিত বিভিন্ন যাচাই প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, ঢাকার সাভারের চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো নামের একটি গরুর ফার্মে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে দাবিদার ‘রানি’। গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি (৫০.৮ সেন্টিমিটার)। ওজন মাত্র ২৬ কেজি।

অন্যদিকে গিনেস বুকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট গরুর খেতাব ভারতের কেরালার মানিকইয়ামের দখলে। ওই গরুটির উচ্চতা ২৪ ইঞ্চি (৬১.১ সেন্টিমিটার)। বয়স চার বছর।

গরুটির মালিক কাজী সুফিয়ান জানান, অনেক ক্রেতা ২৬ কেজি ওজনের গরুটি কিনতে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন। তবুও তিনি গরুটি বিক্রি করেননি।

কাজী সুফিয়ান প্রায় এক বছর আগে নওগাঁ এলাকা থেকে গরুটি কিনে সাভারে তার খামারে নিয়ে আসেন। এরপর থেকেই সেখানেই গরুটি লালন-পালন করা হচ্ছে। দিনে দুই বেলা খাবার দিতে হয় গরুটিকে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm