বেনজীরের নাম এলো ত্রিপুরাপল্লিতে আগুনে, গ্রেপ্তার ৪

বান্দরবানের লামা সরই ইউনিয়নে ত্রিপুরাপল্লি পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নাম উঠে এসেছে। এ ঘটনায় বেনজিরের কেয়ারটেকারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন—স্টিফেন ত্রিপুরা (৫০), মশৈনিয়া ত্রিপুরা (৪৪), যোয়াকিম ত্রিপুরা (৫২) ও মো. ইব্রাহিম (৬৫)। এদের মধ্যে বেনজীর আহমেদের নামে দখল করা জমির দেখভাল করতেন মো. ইব্রাহিম। তাদের সবার বাড়ি সরই ইউনিয়নে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে সরই ইউনিয়নের পূর্ববেতছড়া পাড়ায় ১৭টি ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় পাড়ার বাসিন্দারা সবাই গির্জায় বড়দিনের উৎসবে ছিলেন। পাড়ায় কোনো লোকজনও ছিলেন না। ফলে কেউ কোনো জিনিসপত্র বের করতে পারেননি। সবই পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে রক্ষা পাওয়া দুটি ঘরে রাতে কিছু পুরুষ থাকছেন। বাকিরা পাশের আরেকটি পাড়ায় আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় বুধবার রাতেই মামলা করা হয়।

পূর্ববেতছড়া পাড়ার বাসিন্দারা জানান, পাড়ায় ১৯টি পরিবার থাকত। এর মধ্যে ১৭টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) পাইসাপ্রু ত্রিপুরার অভিযোগ করে বলেন, সাবেক আইজিপির (বেনজীর আহমেদ) নামে জায়গা দখলদার চক্র পাড়ায় আগুন লাগিয়েছে। দখল করা ওই জমি দেখভাল করতে মো. ইব্রাহিম। তিনি প্রায় ওই পাড়ায় যেতেন। গতমাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। এমনকি হুমকিও দেওয়া হয়।

তিনি বলেন, কয়েক বছর আগে সাবেক আইজিপির নামে পুলিশে কর্মরত চট্টগ্রামের দুজন কর্মকর্তা, লামা ও জেলা সদরের কয়েকজন আওয়ামী লীগ নেতা তংগোঝিরিপাড়া ও সবিচন্দ্র পাড়ার পাড়াবাসীর ১০০ একর জুমের জমি দখল করে নেন। স্থানীয় জুমিয়ারা বাধা দিলে আইজিপি ও এসপির বাগান জানিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দেওয়া হয়। দখলদারেরা সেখানে একটি আধা পাকা বাড়ি তৈরি করেন। এটি দেখভাল করতেন মো. ইব্রাহিম। এছাড়া বাগানটিতে যাওয়ার জন্য জেলা পরিষদ থেকে ইট বিছানো একটি সড়ক নির্মাণ করা হয়।

তবে পুলিশ জানিয়েছে, চাঁদা দাবি ও জমি নিয়ে বিরোধের জেরে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে সাবেক আইজিপির জমি দখল নিয়েছে বলে শোনা গেলেও বাস্তবে কোনো নথিপত্র পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পূর্ববেতছড়া পাড়া পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি ও ইউনিয়ন পরিষদ থেকে ৫০ কেজি করে চাল, তিনটি করে কম্বল, ডাল, তেল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে।

ডলুছড়ি মৌজার দায়িত্বপ্রাপ্ত হেডম্যান (মৌজাপ্রধান) দুর্যোধন ত্রিপুরা জানান, জেলা প্রশাসন গত ৪ জুলাই বান্দরবান সদর উপজেলায় সাবেক আইজিপি বেনজীর ও তাঁর পরিবারের নামে দখল হওয়া ২৫ একর জমি জিম্মায় নেয়। ওই সময় বেনজীরের নামে পূর্ববেতছড়ার দখল করা জমি ফেলে চলে যায় তার লোকজন। জমি দখলমুক্ত হওয়ার পর সেখানে পাড়া স্থাপন করা হয়। তবে আইজিপি বা অন্য কারও নামে ওই এলাকায় কোনো জমি ইজারা নেওয়া হয়নি। কারও মালিকানাও নেই।

ত্রিপুরাপল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। গত বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে নিন্দা জানিয়ে বার্তা দেওয়া হয়।

এছাড়া নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও। বুধবার রাতে এক বিবৃতিতে বলা হয়, আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি সাবেক আইজিপির লোকজন এ হামলা চালিয়েছেন বলেও উল্লেখ করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm