চট্টগ্রামে বিপিএলের কনসার্টে দর্শক-খরা, গেট খুলে মাঠ ভরালো আয়োজকরা

চট্টগ্রামে দর্শক-খরা কাটাতে শেষমেশ গেট খুলে মাঠ ভরাতে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে আয়োজিত কনসার্টে। উচ্চ মূল্যের টিকিট ও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এ কনসার্ট নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে।

চট্টগ্রামে বিপিএলের কনসার্টে দর্শক-খরা, গেট খুলে মাঠ ভরালো আয়োজকরা 1
চট্টগ্রামে বিপিএল কনসার্টে রাত সাড়ে ৮টায় সামনের সারির দর্শক আসন খালি

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে ‘তারুণ্যের উৎসব’ নামে কনসার্টটিতে দেখা গেছে এমন চিত্র।

চট্টগ্রামে বিপিএলের কনসার্টে দর্শক-খরা, গেট খুলে মাঠ ভরালো আয়োজকরা 2
চট্টগ্রাম বিপিএল কনসার্টে মঞ্চে গান পরিবেশন করছেন হাবিব ওয়াহিদ

সরেজমিন দেখা গেছে, দুপুর আড়াইটায় গেট খুললেও বিকাল ৪টার পর থেকেই মূলত কিছু কিছু দর্শক আসতে থাকে। কড়া নিরাপত্তায় দুই, তিন ও চার নম্বর গেটে দর্শকদের প্রবেশ করানো হয়। বিকাল ৫টায় গেট বন্ধ করার কথা থাকলেও আশানুরূপ দর্শক না থাকায় সন্ধ্যা ছয়টায়ও টিকিট বিক্রি ও দর্শকদের ঢোকাতে দেখা যায়।

এরপর রাত ৯টার দিকে প্রবেশমুখ উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় কনসার্ট দেখতে মানুষের ঢল নামে। মুহূর্তেই গ্যালারি ও মাঠ দর্শকে ভরে ওঠে।

কনসার্টে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, মুজা, সঞ্জয় ও এভয়েডরাফা। মূলত রাত ৮টা থেকেই শুরু হয় গানের অনুষ্ঠান।

কনসার্টের টিকিটের তিনটি ক্যাটাগরি করা হয়েছিল। প্লাটিনাম টিকিটের দাম রাখা হয় ৪ হাজার টাকা, গোল্ড ক্যাটাগরির দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে গ্যালারির টিকিটের দাম রাখা হয় ৫০০ টাকা। তবে সাংবাদিকদেরও দেওয়া হয় গ্যালারির টিকিট। অনেকে গ্যালারির টিকিট দেওয়ায় ক্ষোভ ঝেরে ভেতরে প্রবেশ করেননি। এসময় ভিডিও ক্যামেরা নিয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া আউটার স্টেডিয়াম সংলগ্ন তিন ও চার নম্বর গেটের বাইরে তিন-চারজন যুবককে প্রকাশ্যে টিকিট কালোবাজারি করতে দেখা গেছে।

বিপিএলের প্রচারের লক্ষ্যে ঢাকা ও সিলেটে এমন কনসার্ট আয়োজন তুলনামূলক সফল হলেও চট্টগ্রামের কনসার্টটি সেভাবে দর্শক টানতে পারেনি। শেষ মুহূর্তে প্রবেশ উন্মুক্ত না করলে হয়তো হাতেগোনা দর্শক-খরায় কনসার্টটি শেষ হতো।

কনসার্ট চলাকালে স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, বিসিবির সিকিউরিটির সদস্যরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm