বেড়াতে গিয়ে পথ হারিয়ে ৯৯৯-এ কল, ৮ স্কুলছাত্র উদ্ধার বাঁশখালীর গহীন অরণ্য থেকে

0

চট্টগ্রামের বাঁশখালীতে সোমবার ( ১৪ মার্চ) দুপুর ১২টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে চাম্বলের গহীন অরণ্য থেকে ৮ স্কুল ছাত্রকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

এদের সবাই বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুল বন্ধ থাকার ফাঁকে প্রাইভেট পড়ে সকালে গহীন অরণ্যে বন্ধুরা মিলে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে। পথ হারানো এক ছাত্র পাহাড়ের উঁচুতে উঠে তার কাছে থাকা মোবাইল থেকে সকাল ১১টায় ৯৯৯ এ কল দেয়।

৯৯৯ এর কল রিসিভার কর্মকর্তা বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন কে বিষয়টি জানালে তিনি থানার এস আই মো. আজিমুল হকের নেতৃত্বে এক দল পুলিশ পাহাড়ে পাঠান।

পরে থানার ওসি মো. কামাল উদ্দিন তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালানো এস আই আজিমুল হককে কিছুক্ষণ পর পর নকশা মারফত নির্দেশনা দিলে অভিযান চালানো পুলিশদল শেষতক ৩টায় গহীন অরণ্যে পথ হারানো শিক্ষার্থীদের নিকট পৌঁছে।

ওইখান থেকে উদ্ধার হওয়া ছাত্রদের থানায় এনে বিকাল সাড়ে ৫টায় অভিভাবকদের কাছে হস্তান্তর করেন বাঁশখালী থানার ওসি। উদ্ধার হওয়া ছাত্ররা হচ্ছে চাম্বল গ্রামের বদিউল আলমের ছেলে শহীদুল ইসলাম, সিরাজ সিকদারের ছেলে মো. জিয়াউর রহমান, জাফর আহমদের ছেলে মো. পারভেজ, কবির আহমদের ছেলে হাবিবুর ইসলাম, নেওয়াজ উদ্দিনে ছেলে নাফিজুল ইসলাম, শীলকূপের জাকের আহমদের ছেলে মো. শাহাদাত হোসেন, মোস্তফা আলীর ছেলে আব্দুর রহিম, বড়ঘোনার জহির আহমদের ছেলে আতাউর রহমান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পথ হারানো ছাত্ররা সকালে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে পাহাড়ে বেড়াতে গিয়ে গহীন অরণ্যে পথ হারিয়েছিল। তাদের উদ্ধারের পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm