চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (২৪ মার্চ) বিকেল পর্যন্ত সাধারণ সদস্যপদে ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর আগে ঋণখেলাপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে জেলা পর্যায়ে আপিলে বর্তমান মেয়র আবুল কালাম আবু ও তার ছোট ভাই ইদ্রিচ আলমের প্রার্থীতা বাতিল হয়। ফলে মেয়র পদে এখন একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলাম জহুর। কোন ব্যত্যয় না ঘটলে মেয়র পদে শেষ পর্যন্ত তিনি বিজয়ী ঘোষণা হতে পারে। যদিও এ নিয়ে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছন বাতিল হওয়া দুই মেয়র প্রার্থী।
অপরদিকে, তথ্য গোপনের অভিযোগে কাউন্সিলর প্রার্থী সোলাইমান বাবুলের মনোনয়ন বাতিল হওয়ায় মনোনয়ন দৌঁড়ে ৩ পদে শেষ পর্যন্ত টিকে রয়েছেন মোট ৬১ প্রার্থী।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মো. খালেদ ও নিজাম উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর চৌধুরী ও ৯ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিমসহ ৪ জন। বাকি বৈধ প্রার্থীদের মাঝে বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রতীক বরাদ্দ হবে।
উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। ২৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১১ এপ্রিল ই-ভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ পৌরসভায় হালনাগাদ তালিকায় মোট ভোটার ৫২ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ১৩৫ জন, নারী ভোটার ২৫ হাজার ৭০৩ জন। ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের ১৪৫টি ভোট কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএ