s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

ব্যাংক ডাকাতির চেষ্টা, এক ঘণ্টা নাটকের পর মধ্যপ্রাচ্য ফেরত যুবক ধরা

0

২০ লাখ টাকা না দিলে বোমা মেরে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। তার নাম তরিকুল (২১), বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

বুধবার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রামের ইপিজেডে ট্রাস্ট ব্যাংকে লুট করতে গিয়ে গ্রেপ্তার হন মধ্যপ্রাচ্য ফেরত এ যুবক। পুলিশ জানিয়েছে, বুধবার তিনটার দিকে ব্যাংকের ভেতর গিয়ে বসে থাকেন তরিকুল। বিকেল চারটায় ব্যাংকের প্রধান ফটক বন্ধ হয়ে গেলে তিনি নিরাপত্তা কর্মীসহ ফ্রন্ট ডেস্কের কর্মীদের বলতে থাকেন, তার ব্যাগে বোমা আছে। তাকে ২০ লাখ টাকা না দিলে তিনি বোমা মেরে ব্যাংক উড়িয়ে দিবেন।

ব্যাংকের কর্মীরা ম্যানেজারকে ডেকে আনলে তরিকুল ম্যানেজারকেও একই কথা বলে ভয় দেখাতে থাকেন। ঘণ্টাখানেক চলে তরিকুলের এসব ভয়-ভীতি দেখানো। ব্যাংকের কর্মকর্তাদের কয়েকজন ওয়াশরুমে গিয়ে ফোনে ইপিজেড থানায় খবর দিলে পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে নিয়ে আসে থানায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল ব্ড়ুয়া মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কোনো থ্রিলার মুভি কিংবা ক্রাইম সিরিজ দেখে বোমা মেরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা সাজিয়েছিল। সে ফিল্মি স্টাইলে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রেখেছিল পাক্কা এক ঘণ্টা।’

উৎপল বড়ুয়া বলেন, ‘তরিকুরেল বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। থাকতেন কাতার। বছর খানেক আগে দেশে এসে ব্যবসায় টাকা পয়সা খুইয়ে অর্থকষ্টে পড়েন। থাকতেন চকরিয়াতেই। অর্থকষ্টে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তখন থেকেই শর্টকাটে বড়লোক হওয়ার বিভিন্ন পরিকল্পনা করতে থাকেন তরিকুল ‘

Din Mohammed Convention Hall

ওসি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে তিনি মানসিক অবসাদগ্রস্থ ও হতাশায় ভুগছেন। আর সেটি কাটাতেই তিনি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেন। পরিকল্পনামতো নগরীতে এসে তিনি বিভিন্ন ব্যাংকে ঢুঁ মারতে থাকেন। টার্গেট করেন ইপিজেড এলাকার ট্রাস্ট ব্যাংক। কিন্তু সফল হতে পারেননি।‘

তরিকুলকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm