s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

সাগরপাড়ে ভাসছিল অচেনা মহিলার লাশ

0

চট্টগ্রাম নগরীর হালিশহর চৌধুরীপাড়ার সাগরপাড় থেকে গলিত এক অচেনা মহিলার লাশ উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ৩১ মার্চ (বুধবার) বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা আজ (বুধবার) স্থানীয় সূত্রে খবর পাই, হালিশহর চৌধুরীপাড়ার পশ্চিমপাশের রিংরোডস্থ সাগর পাড়ে এক লাশ ভাসছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাশে পচন ধরেছে। তাই লাশ দেখে বোঝার উপায় ছিল না যে পুরুষ না মহিলা।’

ওসি বলেন, ‘পরনে পেডিকোট ও ব্লাউজ ছিল তা বোঝা যাচ্ছিল কিছুটা। তবে তার হাতে ছিল চুড়ি এবং তা অক্ষত। হাতের চুড়ি দেখে বোঝা গেল, অচেনা গলিত লাশটি কোনো এক হতভাগ্য মহিলার। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।’

ধারণা করা হচ্ছে মহিলাটিকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়া হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এবং লাশটি কার তা অনুসন্ধান করছে পুলিশ।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm